আয়কর আপীল দায়ের সংক্রান্ত তথ্য কণিকা
আয়কর আপীল :
কোন কর নির্ধারনী আদেশে করদাতা সংক্ষুব্ধ হলে তিনি ওই আদেশের বিরুদ্ধে আয়কর আপীল কর্মকর্তার কাছে সুবিচার চেয়ে আপীল দায়ের করতে পারেন।
আপীল দায়েরের আইনগত ভিত্তি :
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৫৩ ধারা অনুসারে আয়কর আপীল দায়ের করা যায়।
কোন্ করদাতা কোথায় আপীল করবেন :
১) কোম্পানী ব্যতীত অন্যান্য করদাতা উপ কর কমিশনারের আদেশের বিরুদ্ধে আপীলাত অতিরিক্ত কর কমিশনার/যুগ্ম কর কমিশনারের নিকট আপীল দায়ের করতে পারেন।
২) কোম্পানী করদাতাগণ উ কর কমিশনারের আদেশের বিরুদ্ধে আপীল কমিশনারের নিকট আপীল দায়ের করতে পারেন।
৩) পরিদর্শী যুগ্ম কর কমিশনার/পরিদর্শী অতিরিক্ত কর কমিশনারের কোন আদেশের বিরুদ্ধেও আপীল কমিশনারের নিকট আপীল দায়ের করতে পারেন।
আপীল দায়ের করার পদ্ধতি :
- নির্দিষ্ট ফরমে আপীল দায়ের করতে হবে।
- আপীল ফি টা: ২০০/- পরিশোধ করতে হবে।
- করদাতা যে আয় ঘোষণা করবেন তার উপর কর পরিশোধ করতে হবে।
- আয়কর অধ্যাদেশে 74 ধারায় বর্ণি ত কর করতে হবে।
- যারা রিটার্ন দাখিল করেননি- এমন করদাতাগন উপ কর কমিশনারের নিরুপিত করের ১০% কর পরিশোধ করতে হবে।
- করাদেশ প্রাপ্তির ৪৫ দিনের মধ্যে আপীল দায়ের করতে হবে।
ফলাফল :
করদাতার দাখিলকৃত আপীল আপত্তির মেধা ও প্রমানাদি অনুসারে আপীল কর্তৃপক্ষ করনির্ধারণী আদেশে নিরুপিতি আয় হ্রাস, বহাল, বাতিল, বৃদ্ধি, প্রত্যাখ্যান এবং সেট-এসাইড করতে পারেন।
আপীল কর্তৃপক্ষ কর্তৃক নিষ্পত্তিকৃত মামলার রায় স্বাক্ষরের ৩০(ত্রিশ)দিনের মধ্যে সংশ্লিষ্ট করদাতা এবং উপকর কমিশনারের কার্যালয়ে প্রেরণ করা হয়।