ই-মেইল taxappealctg@gmail.com হটলাইন ০২-৩৩৩৩৩০২১৭ (পিএ)
EN

কোন কর নির্ধারনী আদেশে করদাতা সংক্ষুব্ধ হলে তিনি ওই আদেশের বিরুদ্ধে আয়কর আপীল কর্মকর্তার কাছে সুবিচার চেয়ে আপীল দায়ের করতে পারেন।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৫৩ ধারা অনুসারে আয়কর আপীল দায়ের করা যায়।

১) কোম্পানী ব্যতীত অন্যান্য করদাতা উপ কর কমিশনারের আদেশের বিরুদ্ধে আপীলাত অতিরিক্ত কর কমিশনার/যুগ্ম কর কমিশনারের নিকট আপীল দায়ের করতে পারেন। ২) কোম্পানী করদাতাগণ উ কর কমিশনারের আদেশের বিরুদ্ধে আপীল কমিশনারের নিকট আপীল দায়ের করতে পারেন। ৩) পরিদর্শী যুগ্ম কর কমিশনার/পরিদর্শী অতিরিক্ত কর কমিশনারের কোন আদেশের বিরুদ্ধেও আপীল কমিশনারের নিকট আপীল দায়ের করতে পারেন।

  • নির্দিষ্ট ফরমে আপীল দায়ের করতে হবে।
  • আপীল ফি টা: ২০০/- পরিশোধ করতে হবে।
  • করদাতা যে আয় ঘোষণা করবেন তার উপর কর পরিশোধ করতে হবে।
  • আয়কর অধ্যাদেশে 74 ধারায় বর্ণি ত কর করতে হবে।
  • যারা রিটার্ন দাখিল করেননি- এমন করদাতাগন উপ কর কমিশনারের নিরুপিত করের ১০% কর পরিশোধ করতে হবে।
  • করাদেশ প্রাপ্তির ৪৫ দিনের মধ্যে আপীল দায়ের করতে হবে।

  • করদাতার দাখিলকৃত আপীল আপত্তির মেধা ও প্রমানাদি অনুসারে আপীল কর্তৃপক্ষ করনির্ধারণী আদেশে নিরুপিতি আয় হ্রাস, বহাল, বাতিল, বৃদ্ধি, প্রত্যাখ্যান এবং সেট-এসাইড করতে পারেন।
  • আপীল কর্তৃপক্ষ কর্তৃক নিষ্পত্তিকৃত মামলার রায় স্বাক্ষরের ৩০(ত্রিশ)দিনের মধ্যে সংশ্লিষ্ট করদাতা এবং উপকর কমিশনারের কার্যালয়ে প্রেরণ করা হয়।

Test appeal